চীনা সেনাকে আটক করল ভারত
অবৈধভাবে ভারতের সীমানায় প্রবেশের দায়ে এক চীনা সেনাকে আটক করেছে ভারত। লাদাখ সীমান্তের দেমচক এলাকায় আটক করা ওই চীনা সেনার কাছে কয়েকটি সামরিক ও বেসামরিক নথি পাওয়া গেছে। আটক পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ওই সেনার নাম করপোরাল ওয়াং ইয়া লং। খবর হিন্দুস্তান টাইমসের।
সোমবার ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, লাদাখের পূর্বাঞ্চল দেমচকে প্রকৃত নিয়ন্ত্রণরেখার আশপাশে ঘোরাঘুরির সময় তাকে আটক করা হয়। নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে তাকে পিএলএ’র কাছে হস্তান্তর করা হবে। আটককৃত সেনাকে প্রয়োজনীয় চিকিৎসা, খাবার ও শীতের পোশাক দেয়া হচ্ছে বলে জানানো হয়।
No comments