Header Ads

বোতলজাত পানি বিক্রি করে চীনের শীর্ষ ধনী

 


এক সময় অনেকে ভাবতেই পারত না যে এই পানি কিনে খেতে হবে। অথচ শহরে-গ্রামে বোতলজাত পানি এখন দোকানে দোকানে। শুধু কি তাই! এ বোতলজাত পানি বিক্রি করে চীনের শীর্ষ ধনীর তালিকায় স্থান করে নিয়েছেন ঝং শেনশেন।

এশিয়ায় তার চেয়ে বেশি সম্পদের মালিক কেবল ভারতের মুকেশ আম্বানি। চীনে ‘লোন উলফ’ বা ‘একাকী নেকড়ে’ নামে পরিচিত শেনশেনের মূল ব্যবসা বোতলজাত পানি বিক্রি। তার নংফু স্প্রিং করপোরেশন হংকংয়ের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড।

No comments

Theme images by Petrovich9. Powered by Blogger.