Header Ads

না ফেরার দেশে চলে গেলেন ‍উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেম ‘’’’’ আল্লামা আহমদ শফী ‘’’’’’

 



শারিরীক অবস্থার অবনতির কারণে প্রথমে হেফজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

তার অবস্থার অবনতি দেখে বৃহস্পতিবার তাকে ঢাকা পাঠানো হয় ।ঢাকা আনার পর ্ও  তার অবস্থার কোনো পরিবর্তন হয়নি।

 শুক্রবার সন্ধ্যায় (১৮ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার গেন্ডারিয়া এলাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ জানান, আহমদ শফীর বয়স হয়েছিল ১০৪ বছর।

শাহ আহমদ শফীর জানাজা শনিবার বেলা দুইটায় চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। মাদ্রাসার ভেতর উত্তর মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।


হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

No comments

Theme images by Petrovich9. Powered by Blogger.