Header Ads

পাব-রেস্তোরাঁ বন্ধ হবে রাত ১০টায়

 


ইংল্যান্ডে আগামী বৃহস্পতিবার থেকে স্থানীয় সময় রাত ১০টায় সব পাব, বার ও রেস্তোরাঁ বন্ধ করতে হবে। বিবিসির খবরে জানা যায়, আজ মঙ্গলবার স্থানীয় সময় রাত আটটায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন পার্লামেন্টে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। করোনার সংক্রমণ রোধে বিভিন্ন পদক্ষেপের কথা জানাবেন তিনি।

বক্তব্যে বরিস জনসন সামাজিক দূরত্ব মেনে চলার প্রয়োজনীয়তার ওপর জোর দেবেন। তিনি মাস্ক ব্যবহার ও নিয়মিত হাত ধোয়ার নির্দেশনা দেবেন। গণমাধ্যমের খবরে জানা যায়, বরিস জনসন বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলবে না—এমন জায়গায় ঘরে থেকে কাজ করতে মানুষকে আহ্বান জানাবেন।

যুক্তরাজ্যে করোনাভাইরাসে ৪ মাত্রার সতর্কতা জারি করা হয়েছে। এর অর্থ হলো করোনার সংক্রমণ দেশটিতে দ্রুত বাড়ছে।
ব্রিটিশ সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা স্যার প্যাট্রিক ভেলান্স সতর্কতা জারি করে বলেন, অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত দিনে করোনায় ৫০ হাজার মানুষ সংক্রমিত হতে পারে। ব্যবস্থা না নিলে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত দিনে ২০০ জনের বেশি মৃত্যু হতে পারে।

যুক্তরাজ্যে গতকাল সোমবার ৪ হাজার ৩৬৮ জন করোনোয় সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ১১ জন। এর আগের দিন রোববার ৩ হাজার ৮৯৯ জন করোনায় সংক্রমিত হয়েছেন।

আজ স্কটল্যান্ডেও বিধিনিষেধ ঘোষণা করা হবে। নর্দান আয়ারল্যান্ডে সামাজিক ও পারিবারিক মেলামেশার ওপর বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে।

No comments

Theme images by Petrovich9. Powered by Blogger.