পাব-রেস্তোরাঁ বন্ধ হবে রাত ১০টায়
ইংল্যান্ডে আগামী বৃহস্পতিবার থেকে স্থানীয় সময় রাত ১০টায় সব পাব, বার ও রেস্তোরাঁ বন্ধ করতে হবে। বিবিসির খবরে জানা যায়, আজ মঙ্গলবার স্থানীয় সময় রাত আটটায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন পার্লামেন্টে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। করোনার সংক্রমণ রোধে বিভিন্ন পদক্ষেপের কথা জানাবেন তিনি।
বক্তব্যে বরিস জনসন সামাজিক দূরত্ব মেনে চলার প্রয়োজনীয়তার ওপর জোর দেবেন। তিনি মাস্ক ব্যবহার ও নিয়মিত হাত ধোয়ার নির্দেশনা দেবেন। গণমাধ্যমের খবরে জানা যায়, বরিস জনসন বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলবে না—এমন জায়গায় ঘরে থেকে কাজ করতে মানুষকে আহ্বান জানাবেন।
যুক্তরাজ্যে গতকাল সোমবার ৪ হাজার ৩৬৮ জন করোনোয় সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ১১ জন। এর আগের দিন রোববার ৩ হাজার ৮৯৯ জন করোনায় সংক্রমিত হয়েছেন।
আজ স্কটল্যান্ডেও বিধিনিষেধ ঘোষণা করা হবে। নর্দান আয়ারল্যান্ডে সামাজিক ও পারিবারিক মেলামেশার ওপর বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে।
No comments