Header Ads

পানির পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

 ঝালকাঠির রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. তানিজম
আহম্মেদ ওরফে অলি খান (২০) নামে এক 



কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার পূর্ব রাজাপুর এলাকার খান বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

অলি ওই এলাকার মো. নাসির উদ্দিন খানের ছেলে। তিনি বরিশাল পলিটেকনিক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

নিহত অলি খানের চাচা মো. আল-আমিন খান বলেন, সোমবার সন্ধ্যায় অলি বাড়ির পাশে পানির পাম্প দিয়ে নালা সেচ করে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পানির পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরিবারের লোকজন অলিকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, কারও কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে


No comments

Theme images by Petrovich9. Powered by Blogger.